আঠারো শো ছেয়াশির ১লা মে
শ্রমিকরা এসেছিলো রাস্তায় নেমে
জন হেনরীর আহবানে
শিকাগোর হে মার্কেটের স্থানে
জমায়েত হয়েছিলো সবাই শ্লোগানে-
দশ-বারো ঘণ্টা নয়,আট ঘণ্টার দাবী
হঠাৎ পুলিশ খেলো যেন খাবি,
করলো গুলি শ্রমিকের বুক বরাবর
দ্রুত ছড়ালো বিশ্বে এই নৃশংস খবর।


এখনও শ্রমিকের শ্রম বেশী মজুরী কম
এখনও পৃথিবীতে তারা লাঞ্চিত-নির্মম
এখনও অবহেলায় নিপীড়িত ও ঘৃণার পাত্র
প্রতিবাদের ভাষা নেই,আছে চোখে জল মাত্র।
সময়ের কঠোরতায় ঘাম ঝরে শ্রমে
পরিবারকে সুখ দিতে বেঁচে রয় দমে।
পরিশ্রম করেও সুস্থ নেই ক্লান্তির অস্বস্তিতে
শান্তির ঘুম নেই দীর্ঘ সময়ের শাস্তিতে।


সব কিছুর পরিবর্তন,সব হচ্ছে ডিজিটাল
সময়কে কমিয়ে,দিতে হবে ধ্রুপদী তাল
বারো,দশ ও আট নয়,শ্রমের ঘণ্টা হোক “ছয়”
বিশ্ব বিবেক,মানবতাবাদীরা ভাববেন নিশ্চয়?


====কুয়েত====১-৫-২০১৭.♥