তুমি বললে,এগিয়ে যাও-
এগিয়েই যাচ্ছি প্রতি মুহূর্তে একটু একটু করে,
পেছনে ফেরার আর নেই পথ।
যদি ফিরে যেতে পারতাম কৈশোরে
ভাবনাহীন ছেলেবেলার সাহসী দিন গুলিতে
হয়তো তবে জীবন থেকে সব ভুল
ঝেড়েমুছে ভোরের স্নিগ্ধ সূর্যের মতো
পুনরায় ফিরে আসতে পারতাম
সঠিক পথ ধরে এখানে,এই বয়সে।


ফিরে যাওয়া আর হবেনা কখনো
এখন শুধুই এগিয়ে চলা
নিজের সাথে নিজেরই কথা বলা
এবং সব কাজ শেষে
নদী গিয়ে সাগরে মিশে যাওয়ার মতো
শুধু এখন মাটিতে মিশে যাওয়ার
প্রতীক্ষার পালা।


====কুয়েত===k২৪-১২-২০১৬♣