প্রবাসী এই মন ভাবেই সারাক্ষণ
চোখ ভরে তোমায় দেখবে সে কখন।


অনেক ঋতু হলো রয়েছি বহু দূরে
আদর ছোঁয়া পেতে ইচ্ছে ঘুড়ি উড়ে
হৃদয় ভাবে শুধু কখন যাবে চলে
সাধ্যমতো সাধের গুঁছিয়ে এ জীবন।


স্বপ্ন নিয়ে প্রাণে পরে আছি বিদেশ
ফেরার অপেক্ষায় বুকে কাঁদে স্বদেশ,
ঘাম ঝরা শ্রমের মিশে থাকা কষ্ট
সুখ খুঁজে পাবে কী না জানিনা এখন।


বেঁচে থেকে আশায় সময়ে পথ চলা
ব্যস্ততার সাথে কাজের কথা বলা-
সব ব্যথা-ক্লান্তি শেষ হবে সেদিন
সবুজ সীমান্তে যাবো ফিরে যখন।


=====কুয়েত==১৮-৩-২০১৭.