অনেক
অনেক গুলো বছর পেরিয়ে গেলো
ভুলেও তুমি মুঠোফোনে
কখনো বলোনি হ্যালো,
জানতে যে ইচ্ছে করে
কেমন কাটছে দিনকাল
আছো তো ভালো ?


তুমি ছিলে প্রথম রমণী
প্রথম প্রিয়সি ভালোবাসার
আমার হৃদয়াকাশের এক মুঠো মেঘ
ছিলে তুমি
তপ্ত সূর্যের খরায় বৃষ্টি হয়ে
ঝরে পড়তে আমার পৃথিবীতে।


এখনও তুমি মেঘ হও
বৃষ্টি হয়ে ঝরো আবেগে
উর্বশী সদৃশ সুন্দর এখনও তুমি,
সেই কৈশোরে ফাল্গুনে দেখা
কৃষ্ণচূড়ার ফুলের মতন
আজও লাল হয়ে আছো।


বয়স যদিও বেড়েছে কিছুটা
তবুও সব কিছু অনেকটা
আগের মতোই রয়ে গেছে-
হাসলে এখনও টোল পড়ে কপোলে
রাগলে জ্বলে ওঠে চিবুক
তোমার চাঁদমুখ।


দূরত্বে এখন শুধু দুজনার বসবাস
নও তুমি প্রত্যাশিত নিবিড় সান্নিধ্যে
তুমি এখন অন্যের অনন্যা
অন্য এক পৃথিবীর।


=কুয়েত =====৩০-৩-২০১৭.