সেদিনও বৃষ্টি ছিল মুষল ধারায় অবিরাম
জড়োসড়ো আমরা দুজন আটচালাটির নিচে
ভেজা পেন্টালুন-চটি আর ভিজে সপসপে হৃদয়ে
আমি দাড়িয়ে ছিলাম তোমার ডানপাশটি ঘেষে
অন্য আমি তখন
জুড়েছিলাম বৃষ্টিভেজা নৃত্য
খোলা আকাশে উর্দ্ধমুখী উদ্দামতা
প্রতিটি ফোটা বুক ভেদ করে বুকের লকারে
মোদ্দাকথা
ভেজা মাটির সোঁদা গন্ধে
ভাপ ওঠা সেদ্ধ চালের ভাত
এবং
শেষ বিকেলের তোমার চোঁখে রাগ!


দিন শেষে-
ছকে বাঁধা নতুন চেনা সুখ
করাত কলে দ্বি-খণ্ডিত বুক
আবছায়া তোমার হারিয়ে যওয়া মুখ
এরই মাঝে যুগের পরে যুগ!পরে যুগ!