ছন্দ চলে গেছে, আগে ছিলো ভালোই !
এখন রচনা হয়ে যাচ্ছে, পড়লে বোঝা যায়, গদ্য।


আলো চলে গেছে, এখন সব কালোই !
আহারে জীবন, যেনো জন্ম হলো সদ্য।


আবেগ নেই আর, জীবনের মানে অভ্যাস!
সুখের সংজ্ঞা নেই বলে, নিয়মের বাধা ধরা।


দিন নেই আর, চলে যাচ্ছে মাসকে মাস !
স্মৃতি গুলো আবছা, সবকিছু মন গড়া।


শব্দ কমে যাচ্ছে, প্রকাশ করা যেতো আগে !
বাক্য গুলো বড় অবুঝ, আমাকে বুঝতে চায় না I


আকাঙ্ক্ষা কমে যাচ্ছে, মুছে যাচ্ছে ভাগে ভাগে !
উত্তেজনারা ঘর ছাড়া, আগের মতো আয় না I


অভিমান হয়ে যাচ্ছে, গলায় আটকায় কি যেনো !
দুঃখ গুলো ভুলে যাচ্ছি, যন্ত্রণাগুলো বন্দি।


কবিতা হয়ে যাচ্ছে, আরো ছন্দ মেনো !
রক্ত মাংস বিবেক, তোমার আমার সন্ধি I