আমি বুক ভোরে নিঃশ্বাস নিতে চেয়েছিলাম,
চেয়েছিলাম চারিদিকে সবুজের সমারোহ,
পাইনি, স্নিগ্ধ বাতাসের বদলে পেয়েছিলাম
বাতাসের মৃত হাহাকার,
সবুজের বদলে পেয়েছিলাম,
জীবন্ত লাশের চিৎকার বৃক্ষের মুখে,
মৃত আমি, সেদিন থেকেই !


আমি কুল কুল বয়ে যাওয়া,
নদীর কাছে বিচার দিয়েছিলাম,
আমি বিশাল মনের পাহাড়ের কাছে
করেছিলাম আমার মৃত্যুর আর্তনাদ,
নদী আমার পা ছুঁয়ে গিয়েছিলো,
সে নাকি আরো আগেই মৃত।
পাহাড় নত হয়ে বলেছিলো,
আমাকে তো কবেই সমতল করে ফাঁসি দিয়েছে I


আমি চিৎকার করে বলতে চেয়েছি,
মৃতরা চিৎকার করতে পারে না,
জেনেছি অনেক আগেই I
কিন্তু তবু ওদের কান্না দেখে আমি বারবার মারা গিয়েছি,
যারা পৃথিবীকে ধ্বংস করেছিলো,
তারাও অনেক আগেই মৃত, তারা জানেনা!


হাজার বছরের অপেক্ষার সমাপ্তি!
করোনা, আমার বেঁচে থাকার সময় এসেছে!!!