থেকেও নেই,
বা যেটার চাহিদা ছিলো না,
সেটা আজ আজন্ম এক সাধনার পরের আকাঙ্ক্ষা!


সময়ে বদলে যাওয়া, নিজের প্রয়োজনে,
ওরা বলে স্বার্থপর,
আমার কাছে জীবন, বেঁচে থাকার অভিনয়।


যাকে চিনতাম না, একটা সময়ে,
সে আজ বেঁচে থাকার প্রেরণা,
আর এক সময় "যে" মানে ছিলো
জীবন বা জীবনের আরেক নাম,
তার চেহারা আবছা, মুছে গেছে,
মনে করতে কষ্ট হয় !
অনেক কষ্টে মনে করলেও, আগের মতো নয়,
আবেগরা চলে গেছে, নতুন প্রেরণার ভালোবাসায়।


বন্ধু বদলে যায়, আমার স্বার্থপরতায় !
তাই বলে বন্ধু কমে যায় না,
কিন্তু হাহাকার হচ্ছে মাঝে মধ্যে,
ওই যে ওই প্রাণের বন্ধু,
কতদিন দেখিনা, হবেও না,
আমি যোগাযোগ রাখিনি, মনে পরে।


এত গুলো দিন রাত কেটে যাওয়া আমার,
জীবনের আবেগ থেকে স্মৃতির আবেগ,
বড় বেশি নাড়া দিয়ে যাচ্ছে ইদানিং,


দিন শেষে কেন জানি মনে হয়,
আমার আপন অধ্যায় আমার নয়,
সবার, সবাই ছিলো বলেই,
আমার আপন অধ্যায়!!