আমার কৈশোর, খালের এপার আর ওপার,
গাছের ডালে বসে আম,
জাম গাছের বসার জায়গাটা ছিল বেশ I


নিচে থেকে হা করে,
টপ টপ করে পরা খেজুরের রস,
পানি খেতে ইচ্ছে হতোনা সেদিন !


দূরে কৃষকের হেঁটে যাওয়া,
মাথা ভর্তি ধান, বুকটা হু হু করে উঠতো,
গোধূলির স্থির সময়ে,
সব কিছু থমকে যেতো,
মধ্য রাত শীতল পাটি,
আহা! আহা! কৈশোর,


ভোরের কুয়াশা, পা ভর্তি শিশির!
ধোয়া লাগেনি কখনো!
দাদীর হাতের গরম গরম ভাপা পিঠা
সকালের নাস্তা, আহা! কৈশোর I


দুপুরের ঝা ঝা রোদে,
খালে, শামুকে,পা কাটা রক্ত,
সেই খালেই বিসর্জন,
আনন্দের সাথে, টের ই পাইনি কখনো !
বাড়ি ফিরতে ফিরতে,
সেই না ডুব দেয়ার মত শুষ্কতা, আহা! কৈশোর I


আমার কৈশোর স্মৃতি,
আমাকে এলোমেলো করে দেয়,
শুধু আমাকে না,
আমার কবিতাকেও
আহা! কৈশোর, আহা! কৈশোর।