" ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত "
        (সমসাময়িক আলোচনা)


পুরনো কথা নতুন করে নতুন যুগে প্রিয় ঋতু, ঋতুরাজ বসন্তকে ঘিরে.
নতুন উন্মদনা কত কি আয়োজন,নতুন অস্হিরতা নব আনন্দের জোয়ারে উদ্বেলিত মন।
আগত প্রতিটা মূহুর্ত যেন স্বর্গীয় অনুভূতির ছোঁয়ার ভাসিয়ে দিতে মন চায়।


বাঙ্গালি কবি সাহিত্যিকরা-পাঠকের তৃষ্ণার্ত হৃদয়ের  পাঠ্যসুধা মেঠানোর পাশাপাশি ভক্তদের আরও কাছে আসার এক সুবর্ণ সময়।


আধুনিক নব্য অভিধানে বসন্ত আর তাহার বরণ যেন শৃঙ্খলবদ্ধ।
প্রগতির সুনির্দিষ্ট কোন বয়সের স্বঘোষিত নিয়মতান্ত্রিকতায়।


রাস্তাঘাট, হাটবাজার আর বিনোদনের প্রতিটা জায়গা যেন সরকার ইজারা দিয়েছে উনাদের, দায়িত্ব যেন বাহারি পোশাকের আর কসমেটিক কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শনীর।


দেহ মন প্রদর্শনীর এমন উন্মুক্ত করবিহীন বাজারে ঐ উনারা ব্যতীত,আমরা সবাই যেন ক্ষেত আর সেকেলে গেয়োভূত।


অশ্লীলতা চর্চার আধুনিক সংজ্ঞায়নে-বসন্তের বসন্ত আজ নির্বাসিত অন্তঃসারহীন।
আমি, তুমি, আমরা সবাই আজ অবরুদ্ধ  উনাদের
অস্হির মনোচিত্তের বাসনার কাছে।


বসন্তের আর্তনাদের মলিন সুর নাড়া দেয়না আজ, বধিরের মেলায়  বন্দি আমরা।।।।