কুৎসিত স্বপ্নবিলাসী,ধুরন্ধর মন,
ব্যাক্তিত্বের উচ্চমার্গীয় প্রদর্শন।
অহংবোধের অবিরাম প্রকাশে সদা ব্যস্ত,
বাহ্যিক বাহ্যিকতার যত অর্জন।


মনের কুঠরে বাসা বেঁধেছে আমিত্ব
যেন নয় মানুষ,মনুষত্ব্যহীন আচরন।
বেমালুম ভুলেে যায়,
একদিন সব শেষ হবে,হবে মরন।


সার্টিফিকেটে শিক্ষিত ওরা,
তবুও কাটেনি মনের অজ্ঞতা।
কানায় কানায় পরিপূর্ণ মন
হিংসা আর কুটিলতা।
মানবীয় দাবানলে ভস্ম প্রসন্নতা।
আহারে জীবন!! আ,,,হা,,জীবন।।


অদ্ভুদ মানবিকতা,অন্তহীন নির্মমতার
মৃদু প্রকাশে ভেসে যায়,
যাপিত জীবনের একমুঠো নৈতিকতা ।
আহারে জীবন!! আ....হা..জীবন,
মানবীয় দাবানলে ভস্ম প্রসন্নতা ।।