হকের বাজারে মজুদের কারবারি,
মুনাফাময় বিক্রির জালে আজ
ফেঁসে যায় হকের ক্রেতা।
হকওয়ালাদের হাসফাঁসে মজলুমের আহাজারি,
লেবাশের আড়ালে স্বার্থান্ধের ঝাঁজ
অস্ফুট আওয়াজে কাঁদে মানবতা।


ওগো হকওয়ালা-
তোমাতে আচ্ছন্ন আজ,
মনোরম আবেশের চাদরে
ভোরের সিগ্ধ আকাশ।
হৃদয় ভোলানো মিষ্টি কথার সাজ,
দুর্ভোগের আবরনে আবেগের
অপমৃত্যেু, অন্তরে অবহেলার বাস।


ইশ্বরের সাথে হকের বেসাতি কর দিবানিশি
হ কে র নির্বাসনে আয়োজনে ব্যাস্ত,
আহত মনের আকুতি শুধুই দুঃখবিলাসি।


হকের কারবারি-
মজুদের গুদামে অনেক জমেছে
বিবেকের পচে যাওয়া উৎকট গন্ধ।
হাটের আবহাওয়া আজ ছেয়েছে
মনুষত্যের বিসর্জনে,সেজেছে অন্ধ ।