দুই বিঘা বা দুই ক্রোশ নয়,
স্রেফ দুই শব্দসম জায়গায় যথেষ্ট।
রাশি রাশি দুঃখ চাষের জন্য।।


উর্বরতা নিয়ে চাষী কয়,
লাঙল, কোদাল বাঁশ নিয়ে
স্বজনেরা থাকে সচেষ্ট।
কৃতজ্ঞ চিতে সদা দুঃখ বিলাসী,
আমি অতি নগন্য।।


মনের বাড়ির হৃদয়ভাঙা মোড়ে বপন করি-
হাজরো দুঃখের বীজ,
সারি সারি কতশত।।
হৃষ্ট পুষ্ট ফলন দিবে
অনাদিকাল অবিরত।।