সুন্দুরী তোমার রূপের অহঙ্কার কতদিন থাকবে,
ভাবনার সাগরে সপনো সাজিয়েছিলাম এই ভবনে
সমস্ত মিথ্য়াকরে দিলে সুন্দুরী এই জগতে,
বিশ্বাস করেছিলাম সঙ্গীকে,
সেই আজ অজগর হয়ে দারালো সঙ্গীর জীবনে,
শ্রেষ্ট জীব হৈয়ে আসিলা তুমি জমিনে
নিকৃষ্ট জানোয়ার সদৃস ব্য়াবহার বাছিয়া নিলা তুমি কিকারণে
অহঙ্কারে অধপতন যাহালেখা আছে হাদিসে,
তোমার রূপের অহঙ্কারে জলেপুরে মরিবে
যখন তুমি আমাকে বুজিবে
তোমার বিচার করিবেন পরোয়ার এই ধরায় ও আখেরে
এই কথা বুজিবে তুমি অধীর সময়ে,,,,,,,,,,,,,,,,