ছোটদের কবিতা-১

আমি যদি কোনদিন, হতে পারতুম রাজা
থাকতো বিশাল রাজপ্রাসাদ, হাজার হাজার প্রজা।
হাজার হাজার সৈন্য থাকতো,আরো হাজার ঘোড়া
যুদ্ধ জয় করে আনতুম,সুনাম বিশ্ব জোড়া ।
আমার কথায় উঠত বসতো, দেশের সব লোক
থাকতো কত উজির নাজির, আহা কিযে সুখ!
ময়ূর সিংহাসনে বসে, করতাম রাজ্য শাসন
আমার ভয়ে কাঁপতো সবাই, আনতো উপঢৌকন।


দিতুম হুকুম “নিয়েসো ধরে ঐযে পাঁজি মাস্টার
একটু পড়া না শিখিলেই যে কান মলে সবার।
আমার মতই বলতো এসে, কাঁচুমাচু করে-
“হুজুর আমার ভুল হয়েছে মাফ করেন এবারে’।
গম্ভীর হয়ে বলতুম আমি ‘মাফ নাহি তোমার
সবার সামনে উঠ বস কান ধরে সাতবার।“


স্কুলগুলি সাজিয়ে নিতাম, যেন স্বপ্ন- পুরী
থাকত বিশাল খেলার মাঠ, খেলনা ভুরিভুরি।
যে যার মত হাসত-খেলত, আকত মজার ছবি
মজায় মজায় লেখাপড়ায়, ডুবে যেত রবি।


এমন রাজ্য হতো আমার জোড়া নাহি তার
ছোট-বড়, ধনি-গরীব সমান অধিকার।
ঘরে ঘরে থাকতো সদায় আনন্দ-উৎসব  
সবার মনে বাজতো শুধু খুশির কলরব।


পঙ্খিরাজ ঘোড়ায় চরে  যেতুম চলে বনে
ভাব করিতাম লতাপাতা ফুল পাখিদের সনে।
গাছ-গাছালি, পাখ-পাখালি, ফুলকলিদের সাথে
আকাশভরা তারাঁরা উঠত হাসি তামশায় মেতে।
পরীরা সব দল বেঁধে আসত নেমে রাতে
নাচে গানে মাতিয়ে দিয়ে ফিড়ে যেত প্রাতে।


আয় ছেলেরা আয় মেয়েরা দলবেঁধে তারাতারি
সবাই মিলে এমন একটি স্বপ্ন রাজ্য গড়ি।


                                               ১১/১১/১১