সবুজ নরম ঘাসে খালি পা , কত দিন পর, আহা!
কতদিন পর যখন পা ভেজাচ্ছি শিশিরে, খুব করে;
কি বিচিত্র, কি যে হল-
তোমাকেই মনে পড়ে গেল!
ঝুম বৃস্টি, ভিজে যাচ্ছি একা একা, কম্পিত দেহ,
শিহরিত মন, আলোড়িত প্রাণ; কি বিচিত্র, কিযে হল-
তোমাকেই মনে পড়ে গেল!
আলতো ছুঁয়ে দিচ্ছিলাম ফুলগুলিকে, মিষ্টি গন্ধ,
যখন খুপায় গুঁজতে যাচ্ছি, কি বিচিত্র, কি যে হল-
তোমাকেই মনে পড়ে গেল!
আকাশে বাকা চাঁদ, তাঁরার হাট, সাদা মেঘের জলসা,
দেখছিলাম সুন্দর মায়াবী রাত, কি বিচিত্র, কি যে হল-
তোমাকেই মনে পড়ে গেল।
সিনেমা দেখছি; উত্তম-সুচিত্রা, দুজন বাইকে, গাইছে,
এই পথ যদিনা শেষ হয়, কি বিচিত্র, কি যে হল-
তোমাকেই মনে পড়ে গেল!
জানালার পাশেই বকুল গাছ, দুটি পাখি, কি ভাব; উড়ছে দুলছে ,
এ-ডাল ওডাল, ঠোঁটে ঠোট লাগাচ্ছে, এত প্রেম! ভাবা যায়!
কি যে হল -
তোমাকেই মনে পড়ে গেল।
গান শুনছিলুম, 'তোমারো সঙ্গে বেধেছি আমারো প্রান,'
রবি ঠাকুর, এ কার কথা! কিযে হল -
তখন তোমাকেই মনে এল!
পুকুর ঘাট, শান বাঁধানো, বসেছিলুম, পা ডুবিয়ে,
স্বছ পানি, চুমি যাচ্ছে জ্যোৎস্না; কি বিচিত্র, কি যে হল-
তোমাকেই মনে পড়ে গেল!
সেদিন বেশ সাজুগুজু করেছিলাম জান, দারুন লাগছিল,
নিজেরই হিংসে হচ্ছিল নিজেকে; কি বিচিত্র, কিযে হল-
তোমাকেই মনে পড়ে গেল!
ধড়ফড়িয়ে উঠলাম ঘুম থেকে,বুক কাপছে, ঘাম ছুটছে,
গলা শুকিয়ে কাঠ, ভয়ানক দুঃস্বপ্নে! কি বিচিত্র, কিযে হল-
তোমাকেই মনে পড়ে গেল!
বই পড়ছিলুম, শরৎ বাবুর, অপূর্ব গল্প, কথা, বর্ণনা;
কিযে ভালোবাসে ছেলেটি মেয়টিকে! ভারী লোভ হল-
আর তোমাকেই মনে পড়ে গেল!
একদিন খুব জ্বর বাধিয়েছিলুম, আগুনের হল্কা ছুটছিল,
সারা দেহে, হাতুরি পেটাচ্ছিল মাথায়, খুব ইছে হচ্ছিল-
পরম আদরে কেউ কপালে হাত বুলিয়ে দিক;
কি বিচিত্র, হঠাৎ কিযে হল-
সেদিনও তোমাকেই মনে পড়েছিল।
আজ বাসায় দারুন আয়োজন, ইলিশ ভাজি, চিংড়ী কারি,
পোলাও, রোষ্ট, ভর্তা সব, কি বিচিত্র, ভিতরটা কেমন করছে,
শুধু তোমাকেই মনে পড়ছে!