মাগো তোমার সন্তানেরা এনেছিলো
রক্তে ধোঁয়া একটি লাল শাড়ি,
তোমারই কিছু কুসন্তানে তা
নিয়ে যাচ্ছে কারি,


মাগো তোমার বস্ত্র হরণে আমরা
আছি এখন বেস্তো,
বলতে পারো মা কিভাবে পারি
এমন নোংরা কাজতো?


তোমার বুকের রক্ত খেয়ে
ধীরে ধীরে হচ্ছি বড়,
মাগো তোমার ইজ্জত হারানোর আগে
কিছু একটা করো,


সময়ের কাজ সময়ে করোনা বলে
আমাদের এই রুপ,
তোমার বুকে মাথা রেখে
কাটছি ক্ষতির কূপ।


সাধুর বেশে মাগো আমরা
ঘুরি সবার মাঝে!
কেউ জানেনা আমাদের মনে
কি লুকানো আছে!


যখন তুমি পথ দেখাও
করতে ভালো কাজ,
তার মাঝেই আমরা খুজি
কিভাবে দিবো বাঁশ!