মরুভূমে আটকে পড়েছে মেঘমালা
অবসাদ ঝরিছে শ্রাবণধারায়
মন্ত্র ভুলে খিস্তি মেরেছে মহামানব
হিংসা ছুঁয়েছে উত্তর মেরু
বিষাক্ত লেগেছে
বেঁচে থাকার গান
ফুঁপিয়ে উঠেছে
নিবীড় অন্ধকার .......
আজ তাই ,
মিটিয়ে নিই পাথুরে পিপাশা
কুকুরকে ছুঁড়ে দিই বিষণ্ণ বাতাসা
পান করি নীল মদ
সবুজের কোলাহলে
আজ তাই ,
নিজেকে ভাসিয়ে দিই
গগণতলে
আজ তাই ,
অ্যাসিডবৃষ্টিতে ধুয়ে ফেলি
অতীতের আর্তনাদ ,
নিজেকে ছুঁড়ে ফেলি
জোনাকির কোলে
আজ তাই ,
মুখ ঘঁসি কঠিন কাঁকরে
আদরের আলপনা আঁকি
অসাড় অঙ্গীকারে
আজ তাই হাঙরের মতো
কেটে খাই সুসময় ,
কানা হরিণীর মতো
বুকের জ্বালা জুড়াই
কৃষ্ণসাগরে !
আজ তাই ,
হাভাতের মতো
মুখে মাখি মৌচাক ,
খুলে ফেলি চন্দ্রিমার অহংকার
এক এক করে !