দারুচিনি দ্বীপে
দ্রাক্ষা দেশে
দ্রাবিড় সাম্রাজ্যে
সিন্ধু সভ্যতায় .........
কোথাও এক পয়সায়
বিকোবে না তোমার শরীর !
কচি কলাপাতায়
লিখে রাখল শীর্ণ শিশির !
:
এখনও সময় আছে ,
নিজেকে খুলে ফেলো
দুর্ভেদ্য দুর্গের অন্তরালে
নিজেকে মেলে ধরো
দুর্লভ মায়াডালের আড়ালে নিজেকে ভেঙে ফেলো
বিদগ্ধ বিচিত্রতায়
নিজেকে ধুয়ে ফেলো
অতলান্তিক অতলতায়
নিজেকে গড়ে তোল
রাঙামাটির রুক্ষতায়
শাস্ত্রীয় সঙ্গীতকে ভাসিয়ে দাও
শানদার তীক্ষ্ণতায়
পার্থিব রুপের মধ্যে আনো
অপার্থিব বিষ্ময় , তন্ময়তা
আঁচল জুড়ে ছড়িয়ে দাও
সূচিশিল্পের সৃষ্টিশীলতা
মধুকূপী ঘাসের মাঝে বুনে দাও
কল্পলতা .........
:
চোখের জল আর ডাবের জল
দিয়ে বানাও ককটেল
মৃত্তিকা আর মহুয়া
দিয়ে সাজাও পনিটেল
অনুকম্পায় জীর্ণ হও
অহংকারে পূর্ণ হও
উষ্ণতা ও স্নিগ্ধতার মিশেল এমন অনুপাতে মিশ্রিত করো যেন এক বুক পুড়ে যায় দাবানলে
অন্য বুক ভরে ওঠে বোধিবৃক্ষের ফুলে
যেন এক চোখে জেগে উঠে প্রেম, অন্য
চোখে রণাঙ্গন,যুদ্ধ....!