দুঃখেও তাহলে রোমাঞ্চ থাকে!
আগুনে পুড়েও সুখ পাওয়া যায়!
হাজার বছর ধরে পিরামিডে শুয়ে থাকা
একাকিনী মৌনী নারীর ব্যকুলতা.....
কবরেও বিরহী ভালোবাসার আলো জ্বলে!
যমূনার তীরে সেই কবেকার ফেলে আসা বাঁশি
তার মর্মভেদী সুরের মূর্ছনা...
কুয়াশা মাখা সন্ধ্যায় তোমার খুলে আসা মায়াবী নূপুর.....
স্মৃতি দিয়ে গাঁথা ছেঁড়া মালায় এতো সৌরভ থাকে!