ছিলাম তো সাদাখাতায় শুয়ে থাকা
বিদঘুটে শুয়োপোকা ,ছাইরঙা....
তুমি পালক দিয়ে এঁকেছো ডানা
চোখের রঙ দিয়ে
ঠোঁটের আলোয়,মিশ্রমাধ্যমে
চারুময় প্রজাপ্রতি,বর্ণবাহার.....
কর্ণমূলে শোনালে কামগায়ত্রী মন্ত্র
ফোটালে নীলকমল,নাভিমূলে...
কী উপচেপড়া শান্তি !
তোমার মায়াভরা স্তনে
ছায়াময় শরীরের তলায়
দ্বৈপায়ণ হ্রদের বেলাভূমিতে.....
আমি হলাম অরণ্যবিভোর,লাবণ্যকিশোর...
তুমি প্রেমিকা, প্রণমামি প্রণয়ম.....