একটু হেঁটেই আজ আমি গভীর ক্লান্ত...
মন জুড়ে মেঘলা আকাশ!
সূর্য আঁকছে ভাঙনের জলছবি!
 বৃষ্টিকণারা শোনাচ্ছে চিরতরে
ঘুম পাড়ানোর সুরেলা গান.....
অথচ একদিন আমার ছিল
সবুজ মাঠের অফুরন্ত উদ্যম....
কানে ছিল মায়ের অাঁচলের
ছায়াঘেরা রুপকথার গল্পরা!
 চোখে ছিলো একটা মায়াময় সাগর,
যেখানে আনন্দে খেলে বেড়াচ্ছে
একজোড়া ফুটফুটে রাজহাঁস!
চারপাশে ছিলো দ্রোপদী,উলুপী,
অম্বালিকার মতো স্বপ্নকণ্যারা.......
লুট হয়ে গেছে সবাই,,,
শুকিয়েছে সব বনফুল,,,
শেষ হয়েছে বৃদ্ধা মৌমাছির মধু!
সঙ্গী ছিল একটা বসন্ত কোকিল......
 গলায় কী তার ক্যনসার হয়েছে ?
 শিশির ভেজা সকালে আর তো
তার গান শুনতে পাই না.........