আবার যদি ফিরেও আসো
 আমাদের এই পাগলপারা  দেশে,,,,,,
 আবার যদি ঝরণাতলায়
 জড়িয়ে ধরো আমায় ভালোবেসে .....
আবার যদি গোলাপ ফোটে
 নকশী কাঁথার মাঠে ,,,,,
যদি আমার এই কবিতা
মুখ ধুতে যায় অশ্রুনদীর ঘাটে.....
আবার যদি তোমার ঠোঁটের
আগুন গলিয়ে দিত আমায় ,,,,,,,
আবার যদি স্নান সেরে কাছে এসে বসো
সিক্ত স্তনে, শুভ্রবেশে, এলোকেশে.....
আবার যদি ঝড় তোলো দিগন্তের নৌকায়
আমি আর নেই তোমার খেয়াঘাটে....
আবার যদি মিষ্টি করে বলো
 ভালোবাসি তোমায় ....
 আমি আর নেই তোমার
 ভালোবাসার মায়াবী উঠানে,,,,,,,,