ঘনীভূত দুঃখ ,
ধূসর বালুকাবেলা,
নীলাভ যন্ত্রণা,
অনিকেত পরমায়ু......
একটা মৃত্যু চাই.....
সুদীর্ঘ উপত্যকা,
গহীন গ্রস্ত উপত্যকা
আলোআঁধারি জঙ্গল ,
সর্পিল নিঝুম পথ,
চড়াই উতরাই পেরিয়ে ক্লান্ত আমি,
একটু বিশ্রাম চাই....
মানুষের জ্ঞ্জাল
চারিদেকে নারীর অশ্লীল হাত,
সবুজের জীবাশ্ম,
পক্ষাগাত গ্রস্ত মেঘ রঙের পাখি,
একটু খোলা আকাশ চাই....
ক্রেসিডার খোলাচুল,
সূর্যোদয়ে আধ ফোটা ফুল,
সমুদ্রের অতল আহ্বান,
নাব্যতা প্রত্যাশী জাহাজ বন্দর,
কোমলগান্ধারে কোকিলের কোলাহল,
নির্জন খেয়াঘাট,
একটুখানি প্রেম চাই...