তুমি আসছো
বনবীথিকার সুগন্ধ নিয়ে তুমি আসছো...
চাঁদনী রাতে মুক্তার মালা পরে আসছো...
দামিনী,কামিনী,মোহিনী হয়ে তুমি আসছো....
পায়ে শিশির
চোখে রোদ্দুর
বুকে হোমাগ্নীর আগুন মেখে  তুমি আসছো....
বৃষ্টিভেজা কোকিলের মতো
আরো গহীনে
আরো গভীরে
সপ্তমসুরের অন্তরঙ্গতা নিয়ে তুমি আসছো....
গাছের ডালে একঝাঁক পাখি
আকাশে একগুচ্ছ সজল মেঘ
বাতাসে একডালি ফুলের রেনু
সঙ্গে করে তুমি নিয়ে আসছো....


জানি !তারপর একদিন  তুমি চলে যাবে
আমার মানচিত্রকে নোনাজলে ভিজিয়ে দেবে....
জ্যোত্স্নারাতে মৌমাছিদের অন্ধ করে
কবরের মিছিল পেরিয়ে তুমি চলে যাবে....
পাখির কূজন থেমে যাবে
ফুলের উত্সব নিভে যাবে
মেঘাত্যয় আকাশ ভেঙ্গে পড়বে....
পড়ে থাকবে শুধু
পোড়া অন্তরমহল.....