নিঝুম নিশায়,      শয়নবেলায়,
           মনে পড়ে তব কথা।
     হে বধু প্রেয়সী,     স্বপনেতে আসি',
           ভোলাও বিরহ ব্যাথা।।
    
     দূরে ঠেলি' ধরা,   ছুটি' আ'সো ত্বরা,
           ত্যাজিয়া লাজের খোলস।
     বসিয়া শিয়রে,     মস্তক 'পরে,
           বুলাও কোমল পরশ।।
    
     আঁখিপাতে মোর,   আনো ঘুমঘোর,
           মধু ছোঁয়া প্রিয় বোলে।
     হে চারু বালিকা,    প্রেমের মালিকা,
           পরাইব তব গলে।।
    
     তব মুখ 'পরে,       যেন ঝরি 'পড়ে,
           চাঁদের জোছ্নাধারা।
     মুগ্ধ দু'চোখে,        হেরি অপলকে,
           ও রূপ যতনে গড়া।।
    
     শুনি' তব গান,       ল'ব কেশঘ্রাণ,
           মাখিব উষ্ণ শ্বাস।
     প্রেমভার সাধি',      বাহুডোরে বাঁধি',
           জুড়াব হৃদয় আশ।।
    
     অনুরাগ তানে,        ছন্দ-সুর-গানে,
           ভুলিব নিখিল ধরণী।
     হরিষ অন্তরে,         হিয়ানদী 'পরে,
           ভাসাব প্রণয়-তরণী।।