তোমার ঘুম ভাঙা ভোরের ধারাবিবরণীতে
আজ.., আমি আর নেই
ভিড় ট্রামে ,প্রিয় নামে ,নীল খামে  
হুম  ,আমি আর নেই।
নিউটনের সূত্র মতে
সময় রেখার বিপরীতে
অনুগত হতে হতেও  
আমি আর নেই ।


তোমার অণু গল্পের স্মৃতি স্থানে  
বিরামহীনের চিত্রায়নে
ধর্ম ভীরুর প্রেক্ষাপটে
শহর ঘেরা মিছিল রাতে
হুম আমি আর নেই ।