নিশ্চিহ্ন হচ্ছে আমিত্ব
প্রতিবাদের শক্তি হারিয়ে ফেলছি
স্লোগান দিতে পারছি না
কিছু বললে জেলে ভয়


গনতন্ত্র লাশকাটা ঘরে
ক্ষমতাটার বীভৎস চেহারা প্রতিদিন দেখতে হয়
জনগণের উপর বদ জিনের আসর করেছে
চোখ শুধু রক্ত অশ্রু বের হয়
মুখ তো তারা চেপে ধরেছে


কতদিন এই আজাব চলবে
কি পাপ করেছি আমরা
দেশকে ভালবাসা মহাপাপ
এই নষ্ট স্বপ্ন একদিন ভাঙবে

বাংলার প্রতি ঘরে আলো জ্বলবে
কবি হিসাবে এই আশা করতেই পারি।
২-১১-১৪