একটু সত্য কথা বললে
জেলে পুরে দিবে
একটু প্রতিবাদ করলে
গুম করে দিবে

তাই সত্য বলা যাবে না
প্রতিবাদ করা যাবে না
কবি যদি হতেই হয়
তবে নজরুল হওয়া
যাবে না

হতে হবে পুত পুত করা কবি
চোখ বন্ধ থাকতে হবে
কুকুরের মতো পা চাটতে হবে
হৃদয়ের মধ্যে পাথর দিতে হবে

আর জন্মাবে না নজরুল
কবি হিসাবে তো নই
মানুষ হিসাবেও না

আজকাল সবাই কবি হতে চায়
প্রেমের কবি
দলের কবি
নোংরা কবি
নাস্তিক কবি
ভণ্ড কবি
হিজরা কবি
আজ কবিতাকে ব্যবসার পণ্য করে ফেলেছে

আর জন্মাবে না নজরুল
কবি হিসাবে তো নই
মানুষ হিসাবেও না
২৫-৫-১৫