৩০-১০-২০১২
এখনো সেই আমি , সেই রকমই আছি !
অগোছালো সেই পাখির বাসার মতো চুল ,
চোখে মাইনাস পাওয়ারের চশমা ,
গায়ে পাঞ্জাবি ,পায়ে চটি ,
এখনো আমি এলোমেলো হাটি ।
অনেক কথাই রেখেছি মনে ,
আবার অনেক কিছুই গিয়েছি ভু্লে ।
আকাশটা তেমনি আছে ,
বৃষ্টি আজও তেমনি ঝরে ।
বসন্ত আসে শী্তের কুয়াশা কাটিয়ে ,
বরষা আসে রৌদ্র খরা পেরিয়ে ।
রংধনুর সাত রঙ শুধু নীল আর কালো মনে হয় ,
স্মৃ্তির রোমান্থন করে সময় কেটে যায় ।
বকুল ফুল শুকিয়ে গেছে ;
শুধু মিষ্টি গন্ধটা রয়ে গেছে ।
এখনো শুধুই আমার পাশের সিটটা খালি ,
তাই এই শুন্য হাতটা স্মৃতির জানলা খোলে ।