২২/০৫/২০১৩
  
তুমি আমার-ঘুম ভাঙ্গানো ,ভোরের পাখির কূজন ।
তুমি আমার-ঘুম জাগানো ,প্রকৃতির আড়মোরা আলোড়ন ।


তুমি আমার- রক্তিম সূর্যের, বিক্ষিপ্ত প্রথম আলোকছটা ।
তুমি আমার-দীর্ঘ স্বপ্নের,অসময়ে ঘোর কাটা  ।


তুমি আমার- মৃদু-মন্দা ,ফুর ফুরে হাওয়া ।
তুমি আমার-প্রকিৃতির মাঝে , আনমনে হারিয়ে যাওয়া ।


তুমি আমার-চেতনা ফেরানো, আচমকা বিরক্তিকর কোলাহল ।
তুমি আমার-ক্ষুধার্ত পাখির , চোখ চুইয়ে পরা জল ।


তুমি আমার-দিনের চাঞ্চলতায়, আড়মোড়া দিয়ে জাগা ।
তুমি আমার-সকাল বেলায় ,স্নিগ্ধ ভালো লাগা ।


তুমি আমার-প্রথম বেলার , ভীষণ কর্ম ব্যস্ততা ।
তুমি আমার-নিয়ম করে, সময়ের পিছে ছোটা ।


তুমি আমার-দুপুর বেলায়, তীব্র উষ্ণ রোদ্দুর ।
তুমি আমার- ঘামে সিক্ত, নেতিয়ে পরা দুপুর ।


তুমি আমার- সাদা  মেঘের ,লুকোচুরি রোদ ছায়া ।
তুমি আমার-ফুটপাতে শোয়া, পথশিশুর চোখের মায়া ।


তুমি আমার-বিকেল বেলায়, ক্লান্তি শরীরে ছাওয়া  ।
তুমি আমার-কিছুক্ষণের জন্য , বিছানায় হারিয়ে যাওয়া ।


তুমি আমার-গোধূলি লগ্নে ,নির্গত অন্তিম আভা ।
তুমি আমার-দিনের শেষে , রাত্রিকে আপন ভাবা ।


তুমি আমার-সন্ধ্যা তারা , ভীষণ অস্থিরতায় জ্বলা ।
তুমি আমার-অন্ধকার কাটিয়ে চাঁদের জ্যোৎস্না ঢালা ।


তুমি আমার-তৃপ্ত চোখে , প্রকিৃতির স্বাদ নেওয়া ।
তুমি আমার-কল্পনার কথপোকথন,অভিমানে ডুবে যাওয়া ।


তুমি আমার-জ্যোৎস্না কন্যা , আচমকা  ছুঁয়ে  যাওয়া  ।
তুমি আমার- নিত্য খুনসুটি , রেগে লাল হওয়া ।


তুমি আমার-ভুল বোঝাবুঝি , বালিশ ভিজিয়ে ফেলা ।
তুমি আমার-মান অভিমান  , আবল তাবল বলা ।


তুমি আমার- কষ্টের মেঘ ,বৃষ্টি হয়ে ঝরা ।
তুমি আমার- হৃদয়ে হৃদয় , ভালবাসা দিয়ে গড়া ।


তুমি আমার-অন্তরের গান , গুন গুনিয়ে গাওয়া ।
তুমি আমার-প্রবল দুর্যোগে , হাতটি কাছে  পাওয়া ।


তুমি আমার-অজস্র স্বপ্ন ,এগিয়ে চলার আহ্বান ।
তুমি আমার-ইচ্ছে গুলো , পুরনের চেষ্টা আপ্রাণ ।