০২-১০-২০১৭


তুমি এসো ভোরের আলো হয়ে , যখন আমি অন্ধকারে তলিয়ে যাবো ।
তুমি এসো এক পশলা বৃষ্টি হয়ে, যখন আমি তীব্র রোদে পুড়ে যাবো ।


তুমি এসো ভোরের শিশির হয়ে, যখন আমি শুকনো পাতা হয়ে ঝড়ে যাবো ।
তুমি এসো শরতের কাশফুল হয়ে, যখন আমি বালু চরে মিলিয়ে যাবো ।


তুমি এসো প্রজাপতি হয়ে, যখন আমি  সুতো কাটা ঘুড়ি হয়ে গোত্তা খাবো ।
তুমি এসো  শিশুর পোকা খাওয়া দাতের হাসি হয়ে, যখন আমি বৃদ্ধ দাতের কষ্ট হবো ।


তুমি এসো শরতের শুভ্র মেঘ হয়ে, যখন আমি শ্রাবণের কালো মেঘ হবো ।
তুমি এসো ভরা পুর্নিমার জোছনা হয়ে, যখন আমি অমাবস্যা হবো ।


তুমি এসো অসীম প্রশান্তি হয়ে, যখন আমি ভীষন ক্লান্তি পাবো ।
তুমি এসো সুখ পাখি হয়ে, যখন আমি অসুখের ডাক পাবো ।


তুমি এসো কুয়াশা হয়ে, যখন আমি শিশির হয়ে শুকিয়ে যাবো ।
তুমি এসো রংধনু হয়ে, যখন আমি বিবর্ন হবো ।
তুমি এসো গোধুলির সোনালী আভা হয়ে, যখন আমি সন্ধা তারা হবো ।