শরত্‍ বাবু বলেছিলো, "স্বেচ্ছায় নেয়া দুঃখগুলো জীবনে ঐশ্বর্যের মত ব্যাবহার করা যায়।" তাই এই ছোট্ট জীবনে শুধু দুঃখকে আপন করেছি। জীবনে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে তবে সে হলো আমার "মা"। আমার দুঃখ গুলোকে নির্দিধায় খরচ করে ফেলি মায়ের মুখে একচিলতে হাসি দেখলেই। এইতো আমার আমি।