নীরব দুঃখগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠছে!
নিশ্চুপ রাত, নির্ঘুম চোখ,
চারিদিকে তুমি না থাকার হা হা কার
ক্ষনে ক্ষনে রাত জাগা এক পাখি
তার নির্ঘুমতার ইঙ্গিত- ডেকে উঠছে।


পরগাছা লতাটার মাথা তুলে দাঁড়ানোর শক্তি নেই কেন?
কেন সকালের সূর্য উঠলেই শিশির হাড়িয়ে যায়?
কেন সন্ধ্যা হলেই সূর্যটা ডুবে যায়?
কেন প্রিয় মানুষগুলো হঠ্যাত্‍ অচেনা হয়ে যায়?


এবুকের পাথরে চাঁপা সবুজ ঘাসের সাদা কষ্টগুলো
রং হীন হওয়ায়, দুঃখে মন ভারী তার।


এভাবেই কাটছে দিন, সময়ের গহ্বরে
এরই নাম কি জীবন?
তোমায় ছেড়ে রসহীন বেঁচে থাকা
নিষ্ফল জীবন


আচ্ছা, তুমি সুখি তো?