রাতের আঁধার শেষ হলে
আসে সকাল বেলা,
প্রকৃতিতে ভরে উঠে
নানান রুপের মেলা।
শিশির পরে ফুলের মাঝে
মাঠের ঘাসের বুকে,
চারিদিক হয় মুখরিত
পাখপাখালির ডাকে।
সকালবেলার শীতল হাওয়া
মন যে কেড়ে নেয়,
কলির ফোটা সকল ফুল
সুরভী সুবাস ছড়ায়।
অলোসতা ছাড়িয়ে আমরা
উঠবো রোজ সকালে,
জীবনটাকে সুস্থ সবল
রাখবো আমরা সকলে।




লেখার তারিখ- ১৮/১২/২০০২
অষ্টম শ্রেণী
রংপুর জিলা স্কুল