নিঝুম রাত চুপপাচ চারিদিক
কোথাও কোন সারা শব্দ নেই
হঠ্যাৎ নুপুরের শব্দে ঘুম ভেঙ্গে গেলে জানালা দিয়ে দেখি-


একি, এই পরী কোথা থেকে এলো!
কাজল চোখে, মুচকি হাসি মুখে
নীরব দৃষ্টিতে আমার পানে চেয়ে!
তার নিরবতা প্রকৃতির নীরবতা কে ও হার মানায়।


বুকের কোনে জ্বলতে থাকা বহুদিনের
লুকানো ভালোবাসার প্রদীপটা যেন
হঠ্যাৎ করে জ্বলে উঠলো!
তার হাসির ঝিলিক যেন আমায় ভালোবাসা জানায়।


যে শুভ্রচাঁদের আশায় কাটিয়েছি বহুকাল
আজ যেন মুহুর্তেই ধরা দিল হৃদয় আকাশে।