দিন দিন আমরা মানুষগুলো কেমন যেন পানশে হয়ে যাচ্ছি। এই দেখুন না কিছুদিন আগের কথা যখন ফুটবল বিশ্বকাপ হতো তখন চারিদিকে কি পরিমান উত্তেজনা বিরাজ করত তা বলে শেষ করার মত না। চারিদিকে আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালী, ফ্রান্স, জার্মানী, পর্তুগাল সহ নানান দেশের পতাকায় সায়বল থাকত এলাকা জুড়ে। রাস্তা-ঘাট, দোকান সহ বড় বড় গাছে পতাকা ঝুলে থাকতো। কিন্তু এখন আর সে রকমটা দেখা যায় না।সবার মাঝে আগের সেই উত্তেজনা আর নাই। যান্ত্রিক জীবনের জন্য আমরা নানন ব্যস্ততায় অনেকে আনন্দ নিতেই ভুলে যাচ্ছি।


আসুন সবাই মিলে যান্ত্রিক জীবনের ফাঁকেও একটু সময় বের করে অন্তত আনন্দ নিতে শিখি। সবাই মিলে ফুটবলের রস গ্রহন করি। ফুটবলের জন্য শুভ প্রত্যাশা রইলো। বাংলাদেশের ফুটবলও যেন বিশ্বমানের হয় সেই আশায় রইলাম।