গোধুলী লগন,
নজরুলের কবিতার বইটি ছেড়ে
জানালায় গিয়ে দাঁড়ালো ছেলেটি।
দূর পানে চেয়ে দেখি
আকাশের কালো মেঘের আসা যাওয়া,
হঠ্যাত্‍ বুঝি আসবে বৃষ্টি।


ঝাঁকে ঝাঁকে পাখি ছুটে চলেছে চেনা নীড়ে
কিন্তু একটা সাদা বক সবার পিছে পরেছে
ছেলেটার বুকে যেন কেউ পিন ঢুকিয়ে দিল
নিজেকে সে ঐ পিছিয়ে পরা বক টির মত ভাবে,
জীবন যুদ্ধে পিছিয়ে পরা ঢাল হীন সৈনিক।
আনন্দঘন দিনগুলো জ্বালা হয়ে ফিরছে,
আজ তারই বুকে।


হঠ্যাত্‍ করেই তার মুখে ব্যর্থতার হাসি!
জানালার নীল রঙ্গের পর্দাটা সরিয়ে
সজীব হাওয়া তার চোখের কোনে নাড়া দেয়।
এক ফোটা লোনা জল বেড়িয়ে এল সাথে সাথে,
যে জল একসময় তার প্রিয় মানুষটির কাছে ছিল
পৃথিবীর সবচেয়ে দুঃখের বস্তুটি।
কিন্তু এখন!