স্মৃতির  গভীরে ডুব দিয়ে দেখি,
অচেনা তোমায় দেখা যায় নাকি?


তুমি অদৃশ্য নও ঝাপসা -
অববয় পুরো টাই লাগে আজ আবছা,
তবুও কেন কড়া নাড়ো মনে,
কি আছে কি নেই, জানতে চাও এখানে?


যাও দূর বহুদূর,লাগতে দাও মনে-
সপ্নের সিঁদুর,
সামনে এসে কেন যে দাড়াও,
সিঁদুর রং এ,ধূসরতা বাড়াও।


পাছে তোমায় ভুলতে না পারি,
স্মৃতির সাথে তাই,
সদাই আমার আড়ি।


এ ভাবে যায় দিন-মাস-বছর,
নিজেকে ভেঙ্গে আবার গড়ি।