আদিম যুগের মানুষ মোরা,
নয় কো আধুনিক;
পোশাক ছিলো ছাল বাকলের,
গুহার মাঝে নীড়।
আহার হতো ফলমূলে তে,
অর্ধ সিদ্ধ মাংস গিলে;      
শক্তি ভিষণ বাহুবলে,
হস্তঘাতে পাথর ভাঙে।
        অন্যদিকে,
আধুনিকের মানুষ এরা,
প্রযুক্তির এক বন্দী শালা
ভাইরাল হতে চায় যে তারা।
যখন তখন সেলফি তোলে,
ইচ্ছে হলেই লাইভে আসে;
টুইটারে তে কমেন্ট করে,
ইউটিউবে মঞ্চ মাতায়।
ভিডিও কলে কথা বলে,
এরোপ্লেনে উড়ে চলে,
কোথায় এদের শেষ?
আসছে বছর নতুন করে,
গড়বো বাংলাদেশ।