আদিম যুগের মানুষ মোরা,
নয় কো আধুনিক;
পোশাক ছিলো ছাল বাকলের,
গুহার মাঝে নীড়।
আহার হতো ফলমূলে তে,
অর্ধ সিদ্ধ মাংস গিলে;
শক্তি ভিষণ বাহুবলে,
হস্তঘাতে পাথর ভাঙে।
অন্যদিকে,
আধুনিকের মানুষ এরা,
প্রযুক্তির এক বন্দী শালা
ভাইরাল হতে চায় যে তারা।
যখন তখন সেলফি তোলে,
ইচ্ছে হলেই লাইভে আসে;
টুইটারে তে কমেন্ট করে,
ইউটিউবে মঞ্চ মাতায়।
ভিডিও কলে কথা বলে,
এরোপ্লেনে উড়ে চলে,
কোথায় এদের শেষ?
আসছে বছর নতুন করে,
গড়বো বাংলাদেশ।
HAPPY NEW YEAR 2020
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
ইংরেজী নব বর্ষের প্রিতিময় শুভেচ্ছা ও ভালোবাসা!
শুভকামনা নিরন্তর...
মন মাতানো যৌনতার ঐ; অঙ্গে লাগে
দোলা।
দোলা তো ভায় দূর অস্ত; দুলতে গেলেই দোষ
দেখবে সবাই লোল্যুপ আঁখি; আমার বেলায়
রোষ।
আর বিকিনী তাইতে তো ভায় বেচতে চলে দেহ
দেখতে তো আর ট্যাক্স লাগে না; ধরলে চেপে
কেহ!
কেহ'র বলো দোষ টা কী আর; কাম আর রতি ভাই
সাত সত্যি কইছে কানাই; হচ্ছে যে রেপ
তাই।
হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।