আহনাফ, বাবা আমার!
তোমার ফুলের মতো শুভ্রতা
আমার ক্লান্ত হৃদয়কে ঘুম পাড়িয়ে দেয়।

তোমার অসুস্থতা আমার সেই ঘুমন্ত হৃদয়কে আবার জাগ্রত করে,
               উত্তাল সমুদ্রের মতো ছটফট করে,
ধূসর এই পৃথিবীর মাঝে যেন ম্লান হয়ে পড়ে আমার এ প্রাণ।
           পরওয়ারদিগার এর পক্ষ হতে,
তুমি ছিলে শ্রেষ্ঠ উপহার আমার জীবনে;
যার সুগন্ধ যেন জান্নাতের নূর এর মতো!
সেই জান্নাতের নূর মাখা নিষ্পাপ তোমার দেহ লয়ে,
আজ ছুটে মরি অসুখ নিরাময়ের কারাগারে।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে,
আজ আমি আবার ক্লান্ত বাবা,
তোমার সদ্য শুভ্রতায় জাগিয়ে তোলো আমায়।