হে ধনী, আজ মানবতার দ্বার খুলে এগিয়ে এসে তুমি,
দরিদ্রের দরবারে বিলিয়ে দেও নিজের অর্থের সামান্য;
           চেয়ে দেখো অনাহারীর বিবর্ণ মুখ গুলো,
           মহামারীতে মরেছে যাদের মনের আকুতি।
আজ ভিখারিকে ভিক্ষা দিতে পকেটের ছোট নোট টা তুলো না টেনে,
দিন মজুরের কাঁধে চাপিয়ে দিও না আহারের বোঝা!!
        ক্ষুধার্ত পেট গুলো ভরাতে,
        ভেঙে ফেলো পাষাণ হৃদয়;
পৃথিবীর সব ভালোবাসা বন্দী হোক এক আকাশে ,
         বুক কেঁপে  ওঠে   মৃত্যুর মিছিলে।