ফজরের কালে নিদ্রা যখন ঘিরিয়া রাখে তোমারে,
           শুনিতে   পাও   কি  সে  ধ্বনি?
যখন মুয়াজ্জিন বলে ডাকি,"আসসালাতু খাইরুম মিনান নাউম"।
         ও ভাই সে আওয়াজ সুধার মতো লাগে কানে।
সপ্ন ভেঙে উঠে বসি গৃহে,এতো সুন্দর সুরে কে ডাকিছে মোরে?
          বলিতে পারিনা,এ বিবষে আমি নিবোর্ধ, বোঝাতে পারি না কাউকে!
ভাষায় বর্ণনা করিবার ক্ষমতা খোদা দেয়নি মোরে!
আযানের সুর কত সুমধুর তাহার পরিমাণ করিতে পারিতাম যদি,
তবে এ ভুবন ভেদিয়া খোদার নিকট প্রত্যহ পাঁচবার গমন  করিতাম আমি!
মুয়াজ্জিনের ঐ আযানে অবলীলায় লুকিয়ে রয়েছে জান্নাতের শান্তি!
আমার ভীষণ জানতে ইচ্ছে করে মুয়াজ্জিনের হৃদয় খুড়ে,
কেমন করে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুর বেঁধেছে তাহার কন্ঠে?
       যখন ইন্দ্রিয় পাতে চিরবিস্ময়কর আযান ভাসে,
    তখন মনে হয় খোদার আরশের আবহাওয়া,
                      এহোজগতের বুকের উপর দিয়ে বয়ে চলেছে।
বিশ্ব-ধারিত্রীর কোলে বিশ্বনবীর উম্মতের উন্মাদনা জাগে,
মহামায়ায় মহাশূন্যের গ্রহ-উপগ্রহ নিঃশব্দে প্রতিমুহূর্তে কাঁপে।
      অশান্ত হৃদয় খুজে পায় সময়ের সেরা নিরাময়।