একবার তোমার ফোনকল পাবো
                          একবার তোমার কন্ঠ শুনতে পাবো,
আমার এতটুকু ইচ্ছা পূরণ হলে,
       হৃদয়টা কেটে ঝুলিয়ে দিতাম উড়ন্ত চিলের পায়ে।
দেহের সব রক্ত বিন্দু দিয়ে দিতাম,
                                পৃথিবীর সব মুমূর্ষু রোগীকে।
বাঁচার আশা উপেক্ষা করে, উতপ্ত মরুর বুকে ছড়িয়ে দিতাম মৃত্যু।
অতঃপর একবার পৃথিবী যদি তোমাকে দিত আমায়,
তাহলে নয়নের মণি দুটো তুলে, জোনাকির মতো জ্বালিয়ে দিতাম পৃথিবীর বুকে।
তারপর তোমার চুলের বাষ্প  লয়ে, মেঘের মাঝে জমাতাম  একশতো শ্রাবণ।
             আমার অনন্ত ইচ্ছে ছিল , বৃষ্টি ভেজা সন্ধার মতো তোমাকে,
তারপর হলো না  আর,
তবু যেন  তোমার হাসিমুখ  তারকার মতো ভাসে দূর আকাশে,
                  চাঁদ, সূর্য হীন আমার এ আকাশ,
কেবল এক অন্ধকারে তোমার উদ্দেশ্যে হারাবার পথ খুঁজি  বারংবার।