সেদিন সে রাতের কথা বলি তোমায়,
যখন একটি বৃষ্টি স্নাত সন্ধার পরে,
এ শহর ঘুমিয়ে ছিলো নিরবে;
শুধু জেগে ছিলাম তুমি অার অামি!
গভীর রাতের ঠান্ডা হিমেল হাওয়ার মত
তুমি মিলেছিলে অামার প্রাণে;
সেদিন এ শহর ছিলো অচেনা,
ঠাঁই মেলেনি ছিলাম অজানা;
অতিদূরে চারিদিকে যেখানে চোখ হারিয়েছিলো,
সেখানেই দেখেছিলাম অন্ধকার;
ভালোবাসা এক বেদনা ভরা রাত দিয়েছিলো!
তোমার হাতদুটি ধরে চেয়েছিলাম অাকাশের পানে,
রাত তখন অনেকটা গভীর!
তোমার ওষ্ঠদ্বার হতে গল্পের ঝুড়ি পড়ছিলো বেয়ে,
গানের তরে হারিয়েছিলাম দুজনে;
শান্তি যদি বলো তবে তোমাতেই পেয়েছি দু-দন্ড;
সেদিন হারায়নি এখনো!
অাজো তোমায় তেমনি করে ভালোবাসি;
অাজো তোমার চোখে হারিয়ে ফেলি নিজেকে,
এই দৃষ্টির নীড়ে অশান্ত হৃদয় ঘুমিয়ে পড়েছে চিরতরে;