অামার ছোট একটা স্বপ্নের দ্বীপ অাছে;
যেখানে ক্লান্ত প্রাণ মুক্তির নেশায় উড়ে বেড়ায়;
অামি সেই স্বপ্নের পূর্ণ নিরাময়,
হে পৃথিবী তোমার মৃত্তিকায় বাঁধিয়াছি হৃদয়;
তোমার বাতাসে কম্পিত মনের কোণে,
জাগিয়াছি জীবন্ত অনুভূতি ;শিহরে উঠেছি
তোমার শিহরণে, হে মোর অমৃত দাতা;তাইতো শুনিয়েছি জীবন মুখী প্রেম;
যে সুর অাপন করিতে কাঁদিয়াছে,
যাদের বিরহে ভবঘুরে অামি হয়েছি লুন্ঠিত;
অভাগার শিরে মস্ত অাশা;হে খোদা
জীবনের কোলে হরিণীরে লয়ে,
পটল তুলিতে ইচ্ছা জাগে সন্ধ্যার বাতাসে;
অামারে বিলিয়ে দিও শুভ্রূ প্রভাতের নীড়ে;
কবি মোর অর্জিত ধন্য;যেন কবিত্ব পাই ভবে;