তুমি রবে!হবে অামার,
এই নামটি ধরে ডাকবো অাবার;
অাশাতীত এ শহর! চারিদিকে যখন নির-অাশার ঘোর;
তখন মনে চেপে বসে কাঁদে এক চাঁপা সুর!
যে ছিল গোলাপের ফুটন্ত সাগর
যার উপরে রক্তিম অাকাশ!
ডুবন্ত লাল সূর্যের দেশে ভেসে এসেছিল সে;
সে দেশে ছিলাম অামি;
তার ছিল মেঘের মত উড়ুউড়ু দু-চোখ,
বৃষ্টিময় সুনিবিড় একটা শহর অাঁকত তার মুখ;
অন্ধকারে দেখেছি এক ঝলক তারে,
ঘোর অমানিশা ছিল সে রাতে;
তরপর প্রেম!লেখতে বসেছি জীবনী;
কিছুকালের অতিথি ছিল সে!
যেন অশ্রুসিক্ত নয়ন দেখিতে এসেছে;
যার পথের ধুলিতে উদয় হয়েছিল
একটি প্রেমের কাব্য;
জীবন যুদ্ধে তাকে হারিয়েছি যবে!
তখন বেদনা ছিলনা পাশে;
গাছের পাতায় একটা শব্দ অাজো ভেসে অাসে,
সে বলত যাহা!তাহা অাজো মনে পড়ে;
ভালোবাসা শুধু ভালোবাসা পেতে চায়!
তাই পাথর সিক্ত হৃদয় এখনো কাঁদে;