আমার একটা ভালোবাসা চাই,
                             যার শুরুটা হবে আচমকা!
অশান্ত আওয়াজ দেবে তার আগমনী বার্তা,
যার প্রতিধ্বনি আমি ছাড়া কেউ কখনো শুনতে পাবে না!
    এই পৃথিবীর  কোন   বাতাস  ছুঁতে পারবে না সে অনূভুতি।
                  নদীর মতো বহমান  এ ব্যকুলতা,
       গড়িয়ে পড়বে কেবল একটি প্রাণের প্রান্তে !
              আমার তেমনি একটা ভালোবাসা চাই!
যার আর্বিভাব হবে ধুমকেতুর মতো,
চুম্বকের মতো একটা আকর্ষিত শক্তি থাকবে তার ভিতরে,
যার সম্মুখে দাঁড়ালে এক পলকে গ্রহণ লাগবে আমার শরীরে,
      বিদ্যুৎ এর মতো ছড়িয়ে যাবে শিরায় উপশিরা।
       সে হবে ধেয়ে আসা টর্নডো অথবা উড়ন্ত সাইক্লোন,
যার ভাঙচুর থামাতে সর্তকবার্তা দেবে না কোন আবহাওয়া অধিদপ্তর।
          যদিও আমি শতবার সে ভাংচুর মেনে নিতে প্রস্তুত।
অতঃপর আমি হাজার বছর ধরে অপেক্ষা করছি এমন একটি ভালোবাসার,
যার চোখ হবে সমুদ্রের মতো নীল, মুখ যেন গোলাপের মতো লাল।
    যদি কোনদিন এমন কারো সাথে সত্যি দেখা হয়,
তাহলে আমি এক লক্ষ লাল কৃষ্ণচূড়া দিয়ে বরণ করে নেব তার আগমন।