এরা মানুষ নয়!
এরা কোন জাতি নয়!
এরা এক অভাগী মায়ের সন্তান।  
যারা মায়ের দোলনার পুতুল,
গোলাবারুদ দিয়ে উড়িয়েছে অসংখ্য।
অামি তাদের কথা বলছি!
অাফসোস!যদি ও একাত্তর দেখিনায়।
যদি গৃহবধুর অশ্রুকণা দিয়ে,
লেখা হয় একটি স্বাধীন দেশের গল্প।
যদি রক্তের লাল জলে,
জেগে উঠে অামার মনুষ্যত্ব।
তবে এ যুদ্ধে অামিও জয়ী!
হয়ত জোর জুলুমের কবিতা লিখিনি!
দেখিনি পাথর হৃদয়ের পশুদের।
তবু তাদের চিনি!
যাদের দুর্গন্ধ মিলেছে মৃত্তিকায়।
*******************



অামার জীবনের প্রথম কবিতা এটি।বয়স তখন ১২ কি ১৩ হবে।মাঝটা কেবল একটু পালটেছে।