তুমি দেহ ছেড়ে চলে গেলে দূরে,
একটা অন্ধকারে ইচ্ছার নিদারুণ নেশাতে,
আকুতি ভরা বিকালের শেষে পাইনি তোমায় খুঁজে;
সকালে রোদ উঠার বহু আগে,
অশান্ত কলিডোর বেয়ে এক পসলা দুঃখের কালো ছাপ
কফিনের ভিতরে রহিছে ঘুমিয়ে;
মুখখানা এঁকেবেঁকে ছলসানো চোখে
মুছে গেল জ্যোৎস্না ঘন কালো মেঘে,
মহাপাপী, মহা প্রশ্নচিহ্ন একে দিলে দেহে!
মুছে দেবে কি মহাকাল?
মহাশূন্যের শূন্য দোলনাতে দোলে এ প্রাণ!
ভয় লাগে ভীষণ!
লাভের ভিটায় দুঃখের এক ফোটা জল নিয়ে ফিরলাম,
না চাইতে ডুবিল স্বপ্ন,চিরতরে এখন চিরনিদ্রা এলো;